স্বাস্থ্য সেবা বিভাগ

 স্বাস্থ্য অধিদপ্তর

  • বাংলাদেশের প্রথম মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।
  • রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (Institute of Epidemiology Disease Control Research-IEDCR) ঢাকার মহাখালীতে অবস্থিত।
  • বাংলাদেশে মানসিক রোগীদের জন্য ২টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে (১) পাবনা মানসিক হাসপাতল (২) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।
  • দেশে কুষ্ঠরোগী হাসপাতাল রয়েছে ৩টি। এগুলো ঢাকা, সিলেট ও নীলফামারিতে অবস্থিত।
  • দুর্ঘটনা জনিত আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত ট্রমা সেন্টার। ট্রমা সেন্টার হাড় ভাঙা রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

 আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (ICDDR,B)

  • International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh-Icdd. ঢাকার মহাখালীতে অবস্থিত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
  • Icddr,b কলেরা হাসপাতাল নামেও পরিচিত। ২০০১ সালে Icddr,b বিল গেটস পদক অর্জন করে।
  • এই প্রতিষ্ঠানটি ডায়রিয়া রোগীদের দেহে পানি স্বল্পতার জন্য 'খাবার স্যালাইন' উদ্ভাবন করে। এছাড়াও প্রতিষ্ঠানটি বেবি জিঙ্ক ট্যাবলেট উদ্ভাবন করে যা শিশু-মৃত্যুর হার হ্রাসে ভূমিকা পালন করে।
  • বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ঢাকায় অবস্থিত। এই প্রতিষ্ঠানের পূর্বনাম ছিল বাংলাদেশ মাইডওয়াইফারি কাউন্সিল।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী