প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬,১৬৫টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করার ঘোষণা দেন।
- ১৯৭৪ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় এবং ১৯৯০ সালে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গৃহীত হয়।
- সর্বজনীন প্রাথমিক শিক্ষা (সকলের জন্য প্রাথমিক শিক্ষা) নিশ্চিতকরণ, প্রাথমিক শিক্ষা কাঠামো শক্তিশালীকরণ এবং নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে ১৯৯২ সালে (প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ Primary and Mass Education Division-PMED) সৃষ্টি করা হয়।
- ১ জানুয়ারি, ১৯৯২ সালে দেশের ৬৮টি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়। দেশব্যাপী সম্প্রসারিত করা হয় ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- সরকার ২০১৫ সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ঘোষণা দেন। ভিশন ২০২১ এর আওতায় সরকার ২০২১ সালের মধ্যে প্রাথমিক শিক্ষার হার শতভাগে উন্নীত করার অঙ্গীকার করা হয়।
- বাংলাদেশের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া।