গ্যাস

গ্যাস

  • গ্যাস বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।
  • সারাদেশে গ্যাস ব্লক আছে ২৩টি।
  • বাংলাদেশের গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি।
  • উপকূলীয় অঞ্চলে/সামুদ্রিক গ্যাসক্ষেত্র ২টি (১ম সাঙ্গু, ২য় কুতুবদিয়া)।
  • ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
  • বাংলাদেশে সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের নাম জকিগঞ্জ (২০২১)।
  • ১৯৫৭ সালে হরিপুরে বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
  • সিলেটের হরিপুরে গ্যাস ও তেল উভয়ই পাওয়া গেছে।
  • হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কার হয় ১৯৮৬ সালে।
  • বঙ্গোপসাগরে ব্লক ২৮টি।
  • দেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস।
  • ১৯৫৯ সালে ছাতক গ্যাসক্ষেত্র থেকে শিল্প খাতে প্রথম গ্যাস সংযোগ দেয়া হয়।
  • বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়।
  • ১৯৯৭ সালে মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ হয়েছিল।
  • মাগুরছড়া গ্যাসক্ষেত্র মৌলভীবাজার জেলায় অবস্থিত।
  • বাংলাদেশের টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে।
  • টেংরাটিলা গ্যাসক্ষেত্র নিয়ে কানাডার কোম্পানি নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হয় International Centre for Settlement of Investment Dispute আদালতে।
  • বাংলাদেশে তেল-গ্যাস আবিষ্কারের সর্বোচ্চ সাফল্য BAPEX (Bangladesh Petroleum Exploration Company) সংস্থাটির।
  • পিএসসি (Production Sharing Contract - PSC) শব্দটি গ্যাস অনুসন্ধানের সাথে যুক্ত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী