বাংলাদেশের কৃষি বিষয়ক প্রতিষ্ঠান
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI-এর পূর্ণরূপ হলো Bangladesh Rice Research Institute, গাজীপুরে এর সদর দফতর অবস্থিত।
- 'বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) অবস্থিত ময়মনসিংহে।
- ডিএই (DAE) বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক সংস্থা। DAE-এর পূর্ণরূপ হলো Department of Agricultural Extension.
- বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC। BADC'র পূর্ণরূপ Bangladesh Agricultural Development Corporation। BADC-এর কাজ হলো কৃষির উন্নয়ন।
- বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (Bangladesh Sugarcane Research Institute বা BSRI) পাবনার ইশ্বরদীতে অবস্থিত।
- গাজীপুরে জাতীয় বীজ পরীক্ষাগার অবস্থিত।