বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু
- জলদস্থ অঞ্চলগত দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে (Sub-Tropical Monsoon Region)।
- বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন।
- বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১ ডিগ্রি সেন্টিগ্রেড।
- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম Bangladesh Meteorological Department (BMD)।
- বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। বেতবুনিয়া (রাঙ্গামাটি), তালিবাবাদ (গাজীপুর), মহাখালি ও সিলেট।
- বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন রয়েছে ২টি।
- বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র ২টি।
- বাংলাদেশে আবহাওয়া স্টেশন ৩৫টি।
- গড় আবহাওয়া গবেষণা কেন্দ্র (SMRC) অবস্থিত আগারগাঁও, ঢাকা।
- বাংলাদেশে ঋতুর সঠিক ক্রম হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।