বাংলাদেশের বনজ সম্পদ
বাংলাদেশের বনজসম্পদ
- বাংলাদেশের বনভূমির মোট পরিমাণ শতকরা ১৭.৪৫ ভাগ
- কোনো দেশের ভারসাম্য রক্ষায় বনভূমি দরকার ২৫%।
- বংলাদেশে ২৮ জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই।
- চট্টগ্রামে বাংলাদেশে বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত।
- BFIDC-এর অর্থ Bangladesh Forest Industries Development Corporation.
- ১৯৭৪ সালে বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয়।
- বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম।
- জেলা অনুসারে বাংলাদেশের বাগেরহাট জেলায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।
- ১৯৯২ সালে বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী