বাংলাদেশের প্রাণিজ সম্পদ

বাংলাদেশের প্রাণিজ সম্পদ 

  • লর্ড লিনলিখগো উপমহাদেশে গবাদি পশুর জাত উন্নয়নের ভূমিকা রাখে।
  • ১৫ মে, ১৯৯৫ সালে বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল হয়।
  • বাংলাদেশে সিরাজগঞ্জ ও পাবনা জেলায় গো-চারণের বাথান আছে।
  • বাংলাদেশের সুন্দরবনে ২-প্রজাতির হরিণ আছে।
  • বাংলাদেশে ব্লাক বেঙ্গল ছাগল বেশি পাওয়া যায়।
  • বাংলাদেশে একটি কালো জাতের ছাগল ব্লাক বেঙ্গল।
  • ব্লাক বেঙ্গলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে বিশ্ববাজারে পরিচিত।
  • বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সাভার, ঢাকা।
  • কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার অবস্থিত সাভার, ঢাকা।
  • বাংলাদেশের বাগেরহাট জেলায় মহিষ প্রজনন কেন্দ্র অবস্থিত।
  • বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো মহিষের 'জিনগত নকশা' উন্মোচন করেছেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী