রোহিঙ্গা সংকট
রোহিঙ্গা সংকট
- ইসলাম ধর্মে বিশ্বাসী রোহিঙ্গা জনগোষ্ঠী পশ্চিম মিয়ানমারে রাখাইন (পূর্বনাম আরাকান) রাজ্যে বসবাসকারী নিপীড়িত একটি জনগোষ্ঠী।
- মিয়ানমার সরকারের মতে রোহিঙ্গারা বাংলাদেশি এবং তারা অবৈধভাবে মিয়ানমারে বসবাস করছে।
- ১৯৭৮ সালে প্রথম রোহিঙ্গা জনগোষ্ঠী শরণার্থী হিসেবে বাংলাদেশে প্রবেশ করে। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশ ২ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হয়।
- ১৯৮২ সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে।
- রোহিঙ্গাদের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ‘নাসাকা’কে বিলুপ্ত করা হয়।
- ২০১৬ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর কল্যাণের জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট The Advisory Commission Rakhins State গঠিত হয় যা আনান কমিশন নামে পরিচিত।
- ২০১৭ সালে রাখাইন প্রদেশে ভয়াবহ সামরিক অভিযান চালায় মিয়ানমার সেনাবাহিনী। ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগণ সব হারিয়ে বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
- রোহিঙ্গা নিধনে মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান নেতৃত্বদানকারী জেনারেল ছিলেন মাউং মাউং।
- ২০১৮ সালে দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্ত রেখে বাংলাদেশ ও মিয়ানমার ১টি চুক্তি সই করে।
- কানাডার পার্লামেন্ট সর্বপ্রথম রোহিঙ্গা হত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়।
- ২০১৯ সালে রোহিঙ্গারা প্রত্যাবাসনে শর্ত হিসেবে ৫ দফা দাবি তুলে ধরে। তাদের প্রধান দফা নাগরিকত্ব।
- ১১ নভেম্বর ২০১৯ রোহিঙ্গা গণহত্যা অভিযোগ এনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া (International Court of Justice-ICJ) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে।
- ২৩ জানুয়ারি ২০২০ ICJ মিয়ানমারের বিরুদ্ধে ৪টি অন্তবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
- বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কক্সবাজারের বৃহত্তম রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং থেকে সুষ্ঠুভাবে বসবাসের জন্য নোয়াখালীর ভাসানচরে পর্যায়ক্রমে স্থানান্তর শুরু করে বাংলাদেশ সরকার।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী