বাংলাদেশ-জাপান সম্পর্ক

বাংলাদেশ-জাপান সম্পর্ক

  • বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপান ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 
  • বাংলাদেশের পতাকার সাথে জাপানের পতাকার মিল রয়েছে। 
  • স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পূর্ণগঠনে জাপান অগ্রণী ভূমিকা পালন করে। 
  • বাংলাদেশের দ্বিপাক্ষিক দাতা গোষ্ঠীর অন্যতম সদস্য জাপান। 
  • এখন পর্যন্ত বাংলাদেশের বৃহৎ দাতা ও ঋণ প্রদানকারী দেশ জাপান। 
  • জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম জাইকা (Japan International Cooperation Agency- JICA) এবং বিনিয়োগ ও বাণিজ্য সংস্থার ন্যাম জেটরো (Japan External Trade Organization- JETRO)।
  • জাপানের বৈদেশিক সাহায্য সংস্থা (জাইকা) এর তত্ত্বাবধানে ২০১৪ সালে 'The Bay of Bangal Industrial Growth Belt (BIG-B)' প্রজেক্টের উদ্যোগ গ্রহণ করে জাপান সরকার। 
  • বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলে শিল্পায়নের লক্ষ্যে (বিগ-বি) প্রকল্পের পরিকল্পনা করা হয়। 
  • ১০ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে।
  • বাংলাদেশের পতাকার সাথে জাপানের পতাকার মিল রয়েছে। 
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী