নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী

  • ৯ নভেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ নৌবাহিনী যে দুটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে সেগুলো হলো বিএনএস পদ্মা ও পলাশ।
  • বাংলাদেশ নৌবাহিনীর প্রথম (বাংলাদেশে তৈরি প্রথম) রণতরী বিএনএস পদ্মা বা বানৌজা পদ্মা।
  • দেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম বিএনএস সমুদ্র জয়।
  • চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত
  • বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য ফ্রিগেট হলো বিএনএস ওসমান, বিএনএস ওমর ফারুক ও বিএনএস বঙ্গবন্ধু।
  • বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক: কাছিবেষ্টিত নোঙর ও এর উপর শাপলা।
  • বাংলাদেশ নৌবাহিনীর স্লোগান: "শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়।"
  • বাংলাদেশ নৌবাহিনীর সর্বোচ্চ পদের নাম এডমিরাল।
  • বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী