প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

✓ বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী।

✓ সংবিধানের ৫৫ ও ৫৬ নম্বর ধারা মতে মন্ত্রিপরিষদের শীর্ষে থাকবেন প্রধানমন্ত্রী।

✓ প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।

✓ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন। গণভবন অবস্থিত শেরেবাংলা নগর, ঢাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়

✓ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইংরেজি নাম Prime Minister's Office. 

✓ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ দপ্তরসমূহ নিম্নরূপ-

  • Bangladesh Investment Development Authority-BIDA  
  •  Public-Private Partnerships Authority-PPPA  
  • Bangladesh Economic Zones Authority-BEZA  
  • Bangladesh Export Processing Zone Authority-BEPZA
  • NGO Affairs Bureau  
  • National Security Intelligence-NSI   
  • Special Security Force-SSF

প্রধানমন্ত্রী পদাধিকারবলে প্রধান

  •  জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (ECNEC)।
  •  জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC)।  
  • জাতীয় প্রশাসন পুনর্গঠন/সংস্কার/বাস্তবায়ন কমিটি (NICAR)।  
  •  বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ।  
  • বাংলাদেশ বিনিয়োগ বোর্ড।  
  • জাতীয় পরিবেশ কমিটি।  
  • বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী