অষ্টম ভাগ: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

অষ্টম ভাগ: মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

অনুচ্ছেদ (Article)বিষয়বস্তু 
১২৭। মহা হিসাব নিরীক্ষক ও পদের প্রতিষ্ঠাবাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
১২৮। মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব 
১২৯। মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ (১) মহাহিসাব নিরীক্ষক তাঁর দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তাঁর ৬৫ বার বয়স পূর্ব হওয়া এর মধ্যে যা আগে ঘটে, সেই পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।
১৩০। অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক 
১৩১। প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি 
১৩২। সংসদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন 
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী