১ম পরিচ্ছেদঃ সুপ্রিম কোর্ট
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
৯৪। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা | (১) "বাংলাদেশ সুপ্রিম কোর্ট" নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। (৪) এই সংবিধানের বিধানাবলি-সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচারকার্যপালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। |
৯৫। বিচারক-নিয়োগ | (১) প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। |
৯৬। বিচারকদের পদের মেয়াদ | কোন বিচারক ৬৭ বছর পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। |
৯৭। অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ | |
৯৮। সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ | |
৯৯। অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা | |
১০০। সুপ্রিম কোর্টের আসন | |
১০১। হাইকোর্ট বিভাগের এখতিয়ার | |
১০২। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা | কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন। |
১০৩। আপিল বিভাগের এখতিয়ার | |
১০৪। আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ | |
১০৫। আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা | |
১০৬। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার | |
১০৭। সুপ্রিম কোর্টের বিধি-প্রণয়ন ক্ষমতা | |
১০৮। 'কোর্ট অব রেকর্ড' রূপে সুপ্রিম কোর্ট | |
১০৯। আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ | |
১১০। অধস্তন আদালত হতে হাইকোর্ট বিভাগের মামলা স্থানান্তর | |
১১১। সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা | |
১১২। সুপ্রিম কোর্টের সহায়তা | |
১১৩। সুপ্রিম কোর্টের কর্মচারীগণ |
২য় পরিচ্ছেদঃ অধস্তন আদালত
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
১১৪। অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা | |
১১৫। অধস্তন আদালতে নিয়োগ | |
১১৬। অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা | |
১১৬ক। বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচারকাজ পালনের ক্ষেত্রে স্বাধীন |
৩য় পরিচ্ছেদঃ প্রশাসনিক ট্রাইব্যুনাল
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
১১৭। প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ |