পঞ্চম ভাগ: আইন সভা

১ম পরিচ্ছেদঃ সংসদ

অনুচ্ছেদ (Article)বিষয়বস্তু (বর্ণনা)
৬৫। সংসদ প্রতিষ্ঠা১. "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। [জাতীয় সংসদের ইংরেজি পাঠ 'House of the Nation']
৬৬। সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা১. কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক হইলে এবং তাঁহার বয়স পঁচিশ বৎসর পূর্ণ হইলে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত বিধান সাপেক্ষে তিনি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ-সদস্য থাকিবার যোগ্য হবেন।
৬৭। সংসদের আসন শূন্য হওয়া(১) যদি কোন ব্যক্তি নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করতে ও শপথ পত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন।
৬৮। সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯। শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদণ্ড।
৭০। রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া
৭১। দ্বৈত সদস্যতায় বাধা
৭২। সংসদের অধিবেশন(১) সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন; 
তবে শর্ত থাকে যে, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকবে না।
৭৩। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার।
৭৪। স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫। কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি(২) সংসদে বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য-সংখ্যা ৬০ এর কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তা হলে তিনি অন্যূন ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মুলতবী করবেন।
৭৬। সংসদের স্থায়ী কমিটিসমূহ

(১) সংসদ-সদস্যদের মধ্য হইতে সদস্য নিয়ে নিম্নলিখিত স্থায়ী কমিটিসমূহ নিয়োগ করবেন 

(ক) সরকারি হিসাব কমিটি; 

(খ) বিশেষ-অধিকার কমিটি; 

(গ) সংসদের কার্যপ্রণালী-বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি।

৭৭। ন্যায়পাল
৭৮। সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি
৭৯। সংসদ-সচিবালয়

২য় পরিচ্ছেদঃ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি

অনুচ্ছেদবিষয়বস্তু (বর্ণনা)
৮০। আইন প্রণয়ন পদ্ধতি
৮১। অর্থবিল
৮২। আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ
৮৩। সংসদের আইন ব্যতীত করারোপে বাধা
৮৪। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব
৮৫। সরকারি অর্থে নিয়ন্ত্রণ
৮৬। প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ
৮৭। বার্ষিক আর্থিক বিবৃতি
৮৮। সংযুক্ত তহবিলের উপর দায়
৮৯। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি
৯০। নির্দিষ্টকরণ আইন
৯১। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী
৯২। হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট
৯২ক। বিলুপ্তি (দ্বাদশ সংশোধনীনের মাধ্যমে)

৩য় পরিচ্ছেদঃ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা

অনুচ্ছেদবিষয়বস্তু (বর্ণনা)
৯৩।  অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী