দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
৮। মূলনীতিসমূহ | জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই নীতিসমূহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে পরিগণিত হবে। |
৯। জাতীয়তাবাদ | |
১০। সমাজতন্ত্র ও শোষণমুক্তি | |
১১। গণতন্ত্র ও মানবাধিকার | |
১২। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা | (ক) সর্বপ্রকার সাম্প্রদায়িকতা (খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান (গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার, (ঘ) কোন বিশেষ ধর্মপালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাঁর উপর নিপীড়ন বিলোপ করা হবে। |
১৩। মালিকানার নীতি | |
১৪। কৃষক ও শ্রমিকের মুক্তি | |
১৫। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা | |
১৬। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব | |
১৭। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা | (ক) রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। |
১৮। জনস্বাস্থ্য ও নৈতিকতা | (২) গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। |
১৮ক। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। | |
১৯। সুযোগের সমতা | |
২০। অধিকার ও কর্তব্যরূপে কর্ম | |
২১। নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য | (২) 'সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য'। |
২২। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ ' | রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে'। |
২৩। জাতীয় সংস্কৃতি | |
২৩ক। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি | |
২৪। জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি | |
২৫। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন | আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন অনুসারে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়। |