প্রথম ভাগ: প্রজাতন্ত্র
অনুচ্ছেদ (Article) | বিষয়বস্তু (বর্ণনা) |
১। প্রজাতন্ত্র | বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (The People's Republic of Bangladesh) নামে পরিচিত হবে। |
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা | |
২ক। রাষ্ট্রধর্ম | প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে। |
৩। রাষ্ট্রভাষা | প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। |
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক | ১. প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা"র প্রথম দশ চরণ। ২. প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। ৩. প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পার্শ্বে ধানেরশীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পত্র, তার উভয় পার্শ্বে দুইটি করে তারকা। |
৪ক। জাতির পিতার প্রতিকৃতি। | |
৫। রাজধানী | ১. প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। |
৬। নাগরিকত্ব | (২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ "বাংলাদেশী" বলে পরিচিত হবেন। |
৭। সংবিধানের প্রাধান্য | প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ'। |
৭ক। সংবিধান বাতিল, স্থগিত করণ ইত্যাদি অপরাধ। | |
৭ খ। সংবিধানের 'মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য' | সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন সংবিধানের প্রস্তাবনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদসহ সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানাবলি সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হবে'। |