সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী
সংশোধনী (Amendment) | সংশোধনীর বিষয়বস্তু (Subject Matter of Amendment) | পাসের তারিখ (Date of Passing) |
প্রথম | যুদ্ধাপরাধীসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতকরণ। | ১৫ জুলাই, ১৯৭৩ |
দ্বিতীয় | অভ্যন্তরীণ গোলযোগে বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন অবস্থায় জরুরি অবস্থা ঘোষণার বিধান। | ২২ সেপ্টেম্বর, ১৯৭৩ |
চতুর্থ | সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি চালুকরণ এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি (বাকশাল) প্রবর্তন। | ২৫ জানুয়ারি, ১৯৭৫ |
পঞ্চম | ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের পর হতে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডের ফরমান ও প্রবিধানের বৈধতা দান। | ৬ এপ্রিল, ১৯৭৯ |
অষ্টম | রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান এবং ঢাকার বাইরে ছয়টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca এর নাম Dhaka এবং Bangali এর নাম Bangla করা হয়। | ৭ জুন, ১৯৮৮ |
দশম | জাতীয় সংসদে মহিলাদের জন্য ৩০টি আসন ১০ বছরের জন্য সংরক্ষিত রাখা। | ১২ জুন, ১৯৯০ |
দ্বাদশ | সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন এবং ভাইস প্রেসিডেন্ট পদ বিলুপ্ত। | ৬ আগস্ট, ১৯৯১ |
ত্রয়োদশ | অবাধ, সুষ্ঠু সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন। | ২৭ মার্চ, ১৯৯৬ |
চতুর্দশ | নারীদের জন্য ৪৫ আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ। | ১৬ মে, ২০০৪ |
পঞ্চদশ | প্রস্তাবনার সংশোধন, ৭২ এর মূলনীতি পুনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত, নারীদের জন্য ৫০ আসন সংরক্ষণ। | ৩০ জুন, ২০১১ |
ষোড়শ | ১৯৭২ সালের মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদের পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া। | ১৭ সেপ্টেম্বর, ২০১৪ |
সপ্তদশ | সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন আরও ২৫ বছর বহাল থাকবে। | ৮ জুলাই, ২০১৮ |