সংবিধানের পঞ্চম সংশোধনী
সংবিধানের ৫ম সংশোধনী
- ১৯৭৯ সালের ৬ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধন আইন, ১৯৭৯ জাতীয় সংসদে অনুমোদিত হয়। এ আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয়।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৬ এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন, ইনডেমনিটি অধ্যাদেশসহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের পঞ্চম সংশোধনী হিসেবে পাস করা হয়।
- এ সংশোধনীর মাধ্যমে 'বাঙালী' জাতীয়তাবাদের পরিবর্তে 'বাংলাদেশী' জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং বাংলাদেশের সংবিধানের শুরুতে 'বিসমিল্লাহির রাহমানির রহিম' সন্নিবেশিত হয়।
- এ সংশোধনীকে First Distortion of Constitution বলা হয়।
- জিয়াউর রহমান সংবিধানে ১৪২ (১ক) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধানের কতিপয় মৌলিক ধারণা সংশোধনের জন্য গণভোটের বিধান রেখেছিলেন।
- ১৯৭৬ সালের ৩০ নভেম্বর জেনারেল জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী