একনজের মুজিবনগর সরকার

একনজরে মুজিবনগর সরকার

  • রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
  • উপ-রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি)। 
  • প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ, অর্থনৈতিক বিষয় ও পরিকল্পনা মন্ত্রী: তাজউদ্দীন আহমদ 
  • অর্থমন্ত্রী: ক্যাপ্টেন এম. মনসুর আলী 
  • স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন, কৃষি মন্ত্রী: এ. এইচ. এম কামারুজ্জামান 
  • পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ 
  • প্রধান সেনাপতি: কর্নেল (অব.) এম. এ. জি. ওসমানী 
  • চিফ অব স্টাফ: লে. কর্নেল (অব.) আবদুর রব 
  • ডেপুটি চিফ অব স্টাফ: গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী