২৫শে মার্চের গণহত্যা
- ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করে যা 'কালরাত্রি' নামে পরিচিত।
- ২৪শে মার্চ সোয়াত জাহাজে করে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে ৫ হাজার ৬০০ টন অস্ত্র আনা হয়।
- মেজর জেনারেল রাও ফরমান আলীকে ২৫শে মার্চ গণহত্যায় ঢাকা শহরের মূল দায়িত্ব দেওয়া হয়।
- ইয়াহিয়ার সামরিক উপদেষ্টা টিক্কা খান এবং রাও ফরমান আলী ১৮ই মার্চ নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা তৈরি করেন এবং ২৫ মার্চ রাতে 'অপারেশন সার্চলাইট' এর মাধ্যমে ঢাকা শহরের ঘুমন্ত মানুষের ওপর হত্যাকাণ্ড পরিচালনা করেন।
- নীলনকশা বাস্তবায়নের উদ্দেশ্যে ১৯শে মার্চ বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয়।
- ১৯ই মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ইপিআর (ইস্ট পাকিস্তান রেজিমেন্ট) গাজীপুরের জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।
- ২০১৭ সাল থেকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।
হানাদার বাহিনীর আক্রমণসমূহ
- প্রথম আক্রমণ: রাজারবাগ পুলিশ লাইন।
- দ্বিতীয় আক্রমণ: ইপিআর; পিলখানা।
- তৃতীয় আক্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, জগন্নাথ হল ও সলিমুল্লাহ হল।
- চতুর্থ আক্রমণ: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, গাজীপুর।