৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
- ঐতিহাসিক ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ১৮ মিনিটের ইতিহাসে কাঁপানো মহান দীপ্ত এক মহাকাব্য রচনা করেন। দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন বাঙালির হাজার বছরের চাওয়া-পাওয়া, দুঃখকষ্টের কথা। বিকাল ৩ ঘটিকায় রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণ শুরু হয়েছিল।
- বঙ্গবন্ধুর ভাষণে দাবি ছিল ৪টি।
- দাবি ৪ টি হলোঃ
- অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করা
- সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া
- হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা এবং
- নির্বাচিত প্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করা
- ৩ মার্চ থেকে বঙ্গবন্ধুর নির্দেশে পূর্ব বাংলার প্রশাসন পরিচালিত হয়।
- ৬ই মার্চ আন্দোলনরত জনগণকে সমর্থন জানাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে যোগ দেয়।
- ৭ মার্চের ভাষণ চলাকালে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন চলছিল। ৭ই মার্চ ভাষণের পর অসহযোগ আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল।
- 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' উক্তিটি ৭ই মার্চ ১৯৭১ সালের ভাষণের অংশ।
- ইউনেস্কো 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড' কর্মসূচির অধীনে ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন 'নিউজ উইক' ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে Poet Of Politics আখ্যা দেয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী