মুক্তিযুদ্ধভিত্তিক গান
মুক্তিযুদ্ধভিত্তিক গান
- সব কটা জানালা খুলে দাও না ......। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শিল্পী সাবিনা ইয়াসমিন।
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি......। গীতিকার গোবিন্দ হালদার, শিল্পী আপেল মাহমুদ।
- এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা......। গীতিকার গোবিন্দ হালদার।
- এক নদী রক্ত পেরিয়ে........। গীতিকার খান আতাউর রহমান এবং শিল্পী শাহনাজ রহমতউল্লাহ।
- জয় বাংলা বাংলার জয়.......। গীতিকার গাজী মাযহারুল আনোয়ার।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী