১৯৭০ সালের সাধারণ নির্বাচন

১৯৭০ সালের সাধারণ নির্বাচন

  • ইয়াহিয়া খান ২৫ মার্চ ১৯৬৯ ক্ষমতা গ্রহণের পর নির্বাচনের প্রতিশ্রুতি দেন এবং 'আইনগত কাঠামো আদেশ' জারির মাধ্যমে নির্বাচনের শর্তসমূহ উল্লেখ করেন।
  • আইনগত কাঠামো আদেশে জাতীয় পরিষদের আসন বিন্যাস ছিল সংরক্ষিত ১৩টি মহিলা আসন সহ ৩১৩টি আসন এবং জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য (সংরক্ষিত ৭টি সহ) ১৬৯টি আসন বরাদ্দ করা হয়।
  • পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল ৩১০টি (সংরক্ষিত ১০টি)।
  • ৭ ডিসেম্বর ১৯৭০ (কিছু আসনে ১৭ জানুয়ারি ১৯৭১) পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • ১৭ ডিসেম্বর প্রাদেশিক নির্বাচনের দিন ধার্য করা হয়।
  • পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত ৭টি সহ ১৬৭টি আসন লাভ করে।
  • প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে ২৯৮ আসন লাভ করে (সংরক্ষিত ১০টি সহ)।
  • এ নির্বাচনে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানের এবং পিপিপি পূর্ব পাকিস্তানের কোন আসন লাভ করেনি।
  • বিচারপতি আবদুস সাত্তার ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
  • একনজরে ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল-
আইনসভার আসন বিন্যাস নির্বাচিত আসন সংরক্ষিত আসন মোট আসন
জাতীয় পরিষদ ৩০০১৩৩১৩
পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদ ১৬২১৬৯
আওয়ামী লীগের অবস্থান১৬০১৬৭
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ  ৩০০১০৩১০
আওয়ামী লীগের অবস্থান২৮৮১০২৯৮
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী