কাগমারি সম্মেলন ১৯৫৭

কাগমারী সম্মেলন ১৯৫৭

  • ১৯৫৭ সালের ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেলার সন্তোষে ‘কাগমারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
  • মওলানা আবদুল হামিদ খান ভাসানী সম্মেলনে সভাপতিত্ব করেন।
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধান অতিথি ছিলেন।
  • পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও জোটনিরেপক্ষ বৈদেশিক নীতি সম্মেলনের প্রধান এজেন্ডা ছিল।
  • এ সম্মেলনে ভাসানী পাকিস্তানি শাসকদের আসসালামু আলাইকুম বলে বিচ্ছিন্নতার ইঙ্গিত দেন।
  • পররাষ্ট্রনীতির প্রশ্নে ভাসানী ও সোহরাওয়ার্দীর বণিবনা না হওয়ায় ১৮ মার্চ ১৯৫৭ সালে ভাসানী আওয়ামী লীগের সভাপতির পদ ছেড়ে ঐ বছর National Awami Party-NAP গঠন করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী