যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল ও মন্ত্রিসভা
- ১০ মার্চ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- পূর্ব বাংলা প্রাদেশিক গণপরিষদের আসন সংখ্যা ছিল ৩০৯টি (মুসলিম আসন ২৩৭ এবং অমুসলিমদের জন্য সংরক্ষিত ৭২টি)।
- ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলমানদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে।
- ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনের ফলাফল যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ ৯টি, খেলাফত রব্বানী ১টি ও স্বতন্ত্র ৪টি আসন লাভ করে।
- ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রভাব পরিলক্ষিত হয়।
- মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ.কে. ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হয়। এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- ২৯ মে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকারকে বাতিল করা হয়। গভর্নর জে: গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্টের প্রাদেশিক সরকার বাতিল করে। যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিনের সরকার ছিল।