প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি পল্টন ময়দানে ঘোষণা দেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এ ঘোষণার প্রেক্ষিতে ভাষা আন্দোলন নতুন করে শুরু হয়ে যায় এবং সর্বাত্মক রূপ ধারণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ৩০শে জানুয়ারি ১৯৫২ সালে ছাত্র ধর্মঘটের আহ্বান করে।
৩১শে জানুয়ারি ১৯৫২ সালে ভাসানীর সভাপতিত্বে রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
সর্বদলীয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করে।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত সংগ্রাম পরিষদ বা কমিটি
নাম
গঠন
আহবায়ক
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
১ অক্টোবর ১৯৪৭
এএসএম নুরুল হক ভূঁইয়া
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ (দ্বিতীয়বারের মতো গঠিত)
২ মার্চ ১৯৪৮
শামসুল আলম
বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি
১১ মার্চ ১৯৫০
আবদুল মতিন
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি