গণপরিষদ, শাসনতন্ত্র ও শাসক
- ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- পূর্ব বাংলার গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন।
- ২৪ অক্টোবর ১৯৫৪ সালে পাকিস্তান গণপরিষদ বাতিল করা হয়।
- ১৯৫৬ সালের সংবিধানের ২১৪নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
- ১২ সেপ্টেম্বর ১৯৫৬ সালে শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
- ইস্কান্দার মির্জা ৭ অক্টোবর ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন।
- লিয়াকত আলী খানের মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দীন।
- ৭ অক্টোবর ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি হয়।
- ২৭ অক্টোবর ১৯৫৮ সালে আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট হন।
- আইয়ুব খানের পর পাকিস্তানের প্রেসিডেন্ট হন জেনারেল ইয়াহিয়া খান।