পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন
- পাকিস্তান শাসনামলে ভূমি আইনের উপর প্রণীত গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ আইন ১৯৫০ সালের জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন (Estate Acquisition and Tenancy Act 1950)। আইনটি ১৯৫০ সালের ১৬ ফেব্রুয়ারি পূর্ব বাংলার আইনসভা কর্তৃক গৃহীত হয়।