১৯৬৯-এর গণঅভ্যুত্থান
১৯৬৯-এর গণঅভুত্থান
- গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগ সারাদেশে প্রবল আন্দোলন গড়ে তোলে।
- আওয়ামী লীগের ছয় দফা, ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা এবং 'গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের' আট দফার ভিত্তিতে '১৯-এর গণঅভ্যুত্থান হয়।
- ডাকসুর সভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে ৫ জানুয়ারি 'কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে 'এগারো দফা' কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
- ২০ জানুয়ারি ঢাবির ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান শহিদ হন। ২০ জানুয়ারি 'আসাদ দিবস'। তাঁর নামে আইয়ুব গেটের নাম: আসাদ গেট করা হয়। কবি শামসুর রহমান তাঁর স্মরণে 'আসাদের শার্ট' নামে কবিতা লেখেন।
- ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি পুলিশের গুলিতে মতিউর রহমান নিহত হন।
- ১৮ ফেব্রুয়ারি '৬৯ এর গণঅভ্যুত্থানে প্রথম শহিদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক ড. শামসুজ্জোহা।
- ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়।
- ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানের গণসংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি প্রদান করেন।
- ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান আগা মুহম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
- আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর '৬৯-এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল ছিল।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে পূর্ব বাংলার নতুন নামকরণ করেন 'বাংলাদেশ'।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী