বেঙ্গল প্যাক্ট

বেঙ্গল প্যাক্ট

  • ১৯২২ সালে কংগ্রেসের একাংশের সমর্থনে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ দল গঠিত হয়। 
  • স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস হিন্দু-মুসলিম সমস্যা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। 
  • বাংলায় হিন্দু-মুসলিম বিদ্বেষ, দাঙ্গা দূরীকরণে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বাক্ষরিত হয় বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি। বাংলা চুক্তি খ্যাত হয় সি.আর.দাস ফর্মুলা নামে। 
  • দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে হিন্দু-মুসলিম ঐক্য নষ্ট হয়। ১৯২৬ সালে কোলকাতা দাঙ্গা হয়।। 
  • জিন্নাহর ১৪ দফার উদ্দেশ্য হিন্দু-মুসলিম ঐক্য।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী