জীববিজ্ঞানের বিকাশ বহু শতাব্দী ধরে ঘটেছে, এবং এটি আজকের দিনে এক বিশাল ও সমৃদ্ধ শাখায় পরিণত হয়েছে। প্রাচীনকাল থেকে মানুষ প্রকৃতির জীবজগৎকে বোঝার চেষ্টা করেছে, তবে আধুনিক জীববিজ্ঞান শুরু হয় ১৬শ-১৭শ শতকে যখন বিজ্ঞানীরা জীবের গঠন ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করেন। ১৬৯৯ সালে রবার্ট হুক তার মাইক্রোস্কোপের মাধ্যমে সেল (কোষ) আবিষ্কার করেন, যা জীববিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কার ছিল। ১৮শ শতকে লিনিয়াসের মাধ্যমে জীবজগতের শ্রেণীবিভাগ ব্যবস্থা (বাইনোমিয়াল নোমেনক্লেচার) প্রতিষ্ঠিত হয়। এরপর ১৮৬০ সালে গ্রেগর মেন্ডেল জনিতবিজ্ঞান বা জেনেটিক্সের ভিত্তি স্থাপন করেন। ২০শ শতকের প্রথমার্ধে চার্লস ডারউইন তার 'প্রাকৃতিক নির্বাচন' তত্ত্বের মাধ্যমে বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠা করেন, যা জীবের বিবর্তন ও প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক বুঝতে সহায়তা করে। ১৯৫৩ সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ'র গঠন আবিষ্কার করেন, যা জীবের বংশগতির সঠিক ধারণা প্রদান করে। আজকাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্টেম সেল রিসার্চ এবং ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তির মাধ্যমে জীববিজ্ঞানের গবেষণা আরও এগিয়ে গেছে এবং চিকিৎসা, কৃষি, পরিবেশ এবং অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে।