ফরায়েজী আন্দোলন
ফরায়েজি আন্দোলন
- ১৭৮২ সালে ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- হাজী শরীয়তউল্লাহর ফরায়েজী আন্দোলন কৃষক শ্রমিক আন্দোলনে রূপ নেয়।
- আন্দোলনকারীদের দমন করার জন্য জমিদার শ্রেণি নানাভাবে অত্যাচার শুরু করলে তিনি লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন।
- হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র মুহম্মদ মহসীন উদ্দিন ওরফে সুদু মিয়া ফরায়েজি আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন।
- পিতার মৃত্যুর পর দুদু মিয়া শান্তিপ্রিয় নীতি পরিহার করে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন। তিনি এ আন্দোলনকে রাজনৈতিক রূপদান করেন।
- দুদু মিয়া জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী-এ ঘোষণা করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী