নীল বিদ্রোহ

নীল বিদ্রোহ (১৮৫৯-১৮৬২)

  • শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে কাপড় রং করার জন্য ব্রিটেনে নীলের চাহিদা খুব বেড়ে যায়। 
  • ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদীয়া এবং মুর্শিদাবাদে ব্যাপকভাবে নীল চাষ করা হতো। 
  • নীলকর সাহেবরা এতটা নিষ্ঠুর আর বেপরোয়া হয়ে উঠেছিল যে নীল চাষে রাজী নয় এমন চাষিকে হত্যা করতেও দ্বিধা করেনি। 
  • ব্রিটিশ নীলকরদের অত্যাচারে অতিষ্ট হয়ে নীল চাষিরা ১৮৫৯ খ্রিষ্টাব্দে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ে। 
  • নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব ও বেণী মাধব নামে দুই ভাই, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই এবং বিশ্বনাথ ও বৈদ্যনাথ সর্দার। 
  • ১৮৬১ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। 
  • এই কমিশনের সুপারিশের ভিত্তিতে নীল চাষকে কৃষকদের ইচ্ছাধীন' বলে ঘোষণা করা হয়। ফলে ১৮৬২ সালে নীল বিদ্রোহের অবসান হয়। 
  • নীল বিদ্রোহ নিয়ে দীনবন্ধু মিত্র বিখ্যাত নাটক 'নীল দর্পণ' রচনা করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী