সাঁওতাল বিদ্রোহ

সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫-৫৬)

  • সাঁওতাল বিদ্রোহ ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম গণ সশস্ত্র সংগ্রাম। 
  • ১৮৫৫ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ-বিহারের ভাগলপুরে সাঁওতাল বিদ্রোহ হয়। 
  • সাঁওতাল প্রধান নেতাকে ধরিয়ে দিতে ইংরেজ কমিশনার ১০ হাজার, সহকারী নেতার জন্য ৫ ও স্থানীয় নেতার জন্য ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। 
  • ১৮৫৬ সালে সিধু ও কানুসহ অন্যান্য নেতারা ধরা পড়লে তাদের প্রকাশ্যে ফাঁসি দেয়া হয়। 
  • ৩০ জুন ১৮৫৫ সালে প্রায় ৩০ হাজার সাঁওতাল বীরভূম থেকে কলকাতা অভিমুখে পদযাত্রা ভারতের ইতিহাসে প্রথম গণ পদযাত্রা। 
  • ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়। 
  • সাঁওতাল সমাবেশে ইংজেরা নির্বিচারে গুলি করে ১০ হাজার লোক হত্যা করে। 
  • সাঁওতাল আন্দোলনের নেতৃত্ব দেন সহোদর সিধু ও কানু এবং সহদর ভৈরব ও চাঁদ।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী