তিতুমির ও তার সংস্কার আন্দোলন

তিতুমির ও তাঁর সংস্কার আন্দোলন

  • সৈয়দ মীর নীসার আলী ওরফে তিতুমির চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
  • তিনি বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন। 
  • তিতুমির শোষণ ও নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য ইংরেজ ও জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করেন।
  • জমিদার ও ইংরেজরা সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালাতে শুরু করলে তিতুমির অনুসারীদেরকে নিয়ে সশস্ত্র প্রতিরোধের পথ অবলম্বন করেন। 
  • তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ১৮৩১ খ্রিষ্টাব্দে নারিকেল বাড়িয়ায় শক্তিশালী বাঁশের কেল্লা নির্মাণ করেন। 
  • তিনি শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। 
  • ১৮৩১ সালে তিতুমিরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে ইংরেজরা নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা আক্রমণ করেন। 
  • ইংরেজ বাহিনীর গোলার আঘাতে বাঁশের কেল্লা উড়ে যায় এবং তিতুমির সহ অনেক বীর সন্তান শহীদ হন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী