চিরস্থায়ী বন্দোবস্ত

চিরস্থায়ী বন্দোবস্ত

  • কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত করতে ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিসকে গভর্নর-জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়।
  • কর্নওয়ালিস ১৭৮৯ সালে দশসালা বন্দোবস্ত চালু করেন।
  • লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালের ২২শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। এ ব্যবস্থার ফলে জমিতে প্রজাদের পুরোনো স্বত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়।
  • জমিদাররা ইচ্ছে করলেই যে কোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করে দিতে পারত অর্থাৎ প্রজারা ভূমিদাসে পরিণত হয়।
  • সূর্যাস্ত আইনে নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের মধ্যে খাজনা পরিশোধ বিধানের কঠোরভাবে কারণে অনেক বড় বড় জমিদার নিশ্চিহ্ন হয়ে যায়। এ অবস্থার প্রেক্ষিতে ২০ শতকের প্রথমার্ধের বাংলায় শক্তিশালী প্রজা আন্দোলন গড়ে উঠে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী