ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ
- ১৭৬৫ সালে মীর জাফরের মৃত্যুর পর শর্ত সাপেক্ষে তার পুত্র নাজিম-উদ-দৌলাকে বাংলার সিংহাসনে বসানো হয়। এ সময়ে কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব অর্থাৎ দেওয়ানি লাভ করে।
- ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে।
- দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে। এই অর্থের বলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়।
- দিল্লি কর্তৃক বিদেশি কোম্পানিকে অভাবিত ক্ষমতা প্রদানে দ্বৈত শাসনের সৃষ্টি হয়।
- লর্ড ক্লাইভ দেওয়ানি সনদ বা দ্বৈত শাসনের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে।
- দ্বৈত শাসনের প্রভাবে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায় এবং চরম মূল্য দিতে হয় এদেশের জনগোষ্ঠীকে।
- ১৭৭২ সালে ভারতের ১ম গভর্নর জেনারেল দ্বৈত শাসনের অবসান ঘটান।