পলাশি যুদ্ধ

পলাশি যুদ্ধ

  • ১৭৫৭ সালের ২৩শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে পলাশির যুদ্ধ সংঘটিত হয়।
  • নবাবের পক্ষে যুদ্ধ করেন দেশপ্রেমিক মীর মদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
  • মীর মদন যুদ্ধে নিহত হন।
  • সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে।
  • সিরাজউদ্দৌলার পরাজয় বাংলায় মুসলিম শাসনের অবসান ঘটায় এবং ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। ইংরেজরা নামেমাত্র নবাব মীর জাফরকে বাংলার সিংহাসনে বসায়।
  • উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা পলাশি যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী