নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের দ্বন্দ্ব
- ক্ষমতা আরোহণের পরপরই সিরাজউদ্দৌলা ইংরেজ বণিকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুদ্ধ হন।
- তাদের শিক্ষা দিতে নবাব ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করেন এবং কলকাতা ও কাশিমপুর কুঠি দখল করেন।
- ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নিলে হলওয়েলসহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হন।
- বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলওয়েল এক মিথ্যা প্রচারণা চালায় যা ইতিহাসে 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত।