পতাকা, সদর দপ্তর

পতাকা (Flag): জাতিসংঘের পতাকায় আছে হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের প্রতীকের মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুইপাশে দুইটি জলপাই গাছের শাখা। জলপাই গাছ শান্তির প্রতীক।

সদর দপ্তর (Headquarter)

সদর দপ্তরম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ইউরোপীয় দপ্তরজেনেভা, সুইজারল্যান্ড

 

সদস্যপদ (Membership): জাতিসংঘ সনদের নিয়ম কানুন মেনে চলার শর্তে বিশ্বের যে কোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। ২০১১ সালের ১৪ জুলাই ১৯৩ তম সদস্য রাষ্ট্র হিসেবে দক্ষিণ সুদান যোগদান করে। জাতিসংঘের প্রাক্তন সদস্য রাষ্ট্র তাইওয়ান। ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর গণচীন জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় এবং তাইওয়ানকে জাতিসংঘ হতে বহিষ্কার করা হয়। ১৯৬৫ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি ইন্দোনেশিয়া জাতিসংঘ হতে নিজেকে প্রত্যাহার করে নেয়। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া পুনরায় জাতিসংঘে যোগদান করে ।

                                                               জাতিসংঘের ....

ক্ষেত্রবৃহত্তম সদস্য দেশক্ষুদ্রতম সদস্য দেশ
আয়তনেরাশিয়ামোনাকো
জনসংখ্যায়চীনটুভ্যালু

 

স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র (Permanent Observer States): ফিলিস্তিন রাষ্ট্র এবং ভ্যাটিকান সিটি।

 দাপ্তরিক ভাষা (Official Languages): জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি। যথা- ইংরেজি, ফরাসি, মান্দারিন (চীনা), রুশ, স্প্যানিশ এবং আরবি

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক