আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court - ICC)
জাতিসংঘের উদ্যোগে ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি (Rome Statute) এর মাধ্যমে আইসিসি (ICC) প্রতিষ্ঠিত হয়। আদালতটি কার্যকর হয় ১ জুলাই, ২০০২। নেদারল্যান্ডের হেগে এর সদর দপ্তর অবস্থিত। আইসিসি কয়েকটি আন্তর্জাতিক অপরাধের বিচার পারে। এসব অপরাধ হলো: গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসন চালানো। এ আদালতে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। ইসরায়েল, সুদান এবং যুক্তরাষ্ট্র রোম চুক্তি হতে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এটি জাতিসংঘের কোনো অঙ্গপ্রতিষ্ঠান নয়; একটি স্বাধীন প্রতিষ্ঠান। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মানবাধিকার সংক্রান্ত বিষয় বিচারের জন্য এই আদালতে প্রেরণ করতে পারে। যেমন- ২০০৩ সাল থেকে গৃহযুদ্ধের কারণে সুদানের দারফুর অঞ্চলে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটে। সুদান সরকারের বিরুদ্ধে (নিগ্রো) জাতিগোষ্ঠী নির্মূলকরণের অভিযোগ ওঠে। এমতাবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের নিকট ন্যস্ত করেছিল।