জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (United Nations Human Rights Council UNHRC) জাতিসংঘের একটি অঙ্গসংস্থা। ২০০৬ সালে এটি 'জাতিসংঘ মানবাধিকার কমিশন' এর স্থলাভিষিক্ত হয়। সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর অবস্থিত।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (International Human Rights Commission IHRC) ২০০৩ সালে সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠিত হয়। এটি জাতিসংঘের কোনো অঙ্গ প্রতিষ্ঠান নয়।