UNCRC

শিশু অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ (United Nations Convention on the Rights of the Child UNCRC): ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে সনদটি গৃহীত হয়। ১৯৯০ সালের ২ সেপ্টেম্বর চুক্তিটি কার্যকর হয়। C.R.C (The Committee on the Rights of the Child) শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশসমূহে সনদের বাস্তবায়ন পর্যবেক্ষণ করে। এই সনদ অনুযায়ী শিশুদের বয়স ০-১৮ বছর।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক