পরিচয়
জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন যার মূল লক্ষ্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় ১৯৪৬ সালের ২০ এপ্রিল জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। সংস্থাটির উত্তরসূরি হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের জন্ম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের মূলমন্ত্র (Motto) হলো 'এ পৃথিবী আপনার' (It's your world)
সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫ খ্রি.): ২৬ জুন, ১৯৪৫ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১১১। ধারা সম্বলিত জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করে। ১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে (Charter of the United Nations) স্বাক্ষর করে। ২৪ অক্টোবর, ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকর হয়। জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই পোল্যান্ড সনদে স্বাক্ষর করে বলে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসাবে গণ্য করা হয়। প্রতিবছর ২৪ অক্টোবর 'জাতিসংঘ দিবস' হিসেবে পালিত হয়।