স্মৃতিচারণ

স্মৃতিচারণ

The Diary of a Young Girl অ্যানা ফ্রাঙ্ক রচিত ওলন্দাজ ভাষায় লিখিত একটি বিখ্যাত গ্রন্থ। জার্মান নাৎসি বাহিনী নেদারল্যান্ড অভিযানের সময় লেখিকা ও তাঁর পরিবার নেদারল্যান্ডের একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। বইটিতে অ্যানা ফ্রাংক তার ঐ সকল দিনলিপির বর্ণনা করেন।

The Second World War (৬ খণ্ড) গ্রন্থের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

করনারস্টোন অব পিস: ওকিনাওয়ার যুদ্ধ (দ্বিতীয় বিশ্বযুদ্ধ) এর নিহতদের স্মরণে জাপানের ওকিনাওয়ায় Cornerstone of Peace (করনার স্টোন অব্ পিস) স্মৃতিসৌধ নির্মিত হয় ।

                                                                      Statue of Peace

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজ সৈন্যদের যৌন দাসত্বের শিকার নারীদের একটি প্রতীক ভাস্কর্য। এই অপরাধের জন্য ক্ষমা চাইতে জাপান সরকারকে প্ররোচিত করতে দক্ষিণ কোরিয়ার সিউলে জাপানি দূতাবাসের সম্মুখে ভাস্কর্যটি স্থাপিত হয়।দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার বিস্ফোরণে নিহতদের স্মরণে জাপানের নাগাসাকিতে 'শান্তি পার্ক' স্থাপন করা হয়েছে। এই পার্কে স্থাপিত হয়েছে স্ট্যাচু অব পিস (Statue of Peace) ।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক