উসমানিয়া সাম্রাজ্যের বিলুপ্তি ((Dissolution of the Ottoman Empire))
প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ১৯২২ সালের ১ নভেম্বর অটোমান সালতানাত বিলুপ্ত করা হয় এবং শেষ সুলতান ষষ্ঠ মুহাম্মদ দেশ ছেড়ে চলে যান। সালতানাত বিলুপ্ত করা হলেও এ সময় খিলাফত বিলুপ্ত করা হয় নি। ষষ্ঠ মুহাম্মদের স্থলে দ্বিতীয় আবদুল মজিদ খলিফার পদে বসেন। কামাল আতাতুর্ক ১৯২৪ সালের ৩ মার্চ খিলাফত বিলুপ্ত করলে শেষ খলিফা দ্বিতীয় আবদুল মজিদ দেশত্যাগ করে। তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন মোস্তফা কামাল পাশা। তাঁকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। তিনি 'কামাল আতাতুর্ক' নামে সমধিক পরিচিত।