ভার্সাই চুক্তি

ভার্সাই চুক্তি (Treaty of Versailles)

ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালের ২৮ জুন জার্মানির ওপর কিছু অনৈতিক শর্ত চাপিয়ে দেয়ার মাধ্যমে স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি। কম্পেইনের বনাঞ্চলে ট্রেনের বগিতে বসে করা অস্ত্রবিরতি চুক্তির পরবর্তী ধাপ হিসেবে করা হয় এই চুক্তি। এই চুক্তিতে রাজনৈতিক, ভৌগোলিক, ঔপনিবেশিক, সামরিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে জার্মানিকে হেয়প্রতিপন্ন করে।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক