প্রথম বিশ্বযুদ্ধ

প্রথম বিশ্বযুদ্ধ (২৮ জুলাই, ১৯১৪ থেকে ১১ নভেম্বর, ১৯১৮)

১৯১৪ সালে বসনিয়ার রাজধানী সারায়োভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এক সার্বীয়বাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া-হাঙ্গেরি, জার্মানি, তুরস্কের উসমানীয় সাম্রাজ্য ও বুলগেরিয়া - যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি (Central Powers)। আর অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইতালি, রুমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বলা হতো মিত্রশক্তি (Allied - Powers) ।

৬ এপ্রিল, ১৯১৭ মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মার্কিনরা সরাসরি যুদ্ধক্ষেত্রে পা রেখে ফলাফল ভিন্নদিকে ঘুরিয়ে দেয়। জার্মানির গড়ে তোলা হিন্দেনবার্গ লাইনকে ছত্রখান করে দেয়। জার্মানি মনে করেছিল  তাদের ইউবোট (এক ধরনের ডুবোজাহাজ) মার্কিন বাহিনীর অগ্রযাত্রা রোধ করে দেবে। কিন্তু জার্মান ইউবোটগুলোকে আগেই প্রতিরোধ করেছিল বিশেষ মার্কিন নৌ ব্যবস্থা। জার্মান সম্রাট (কাইজার) দ্বিতীয় উইলিয়াম দেশ থেকে পলায়ন করেন। ১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে মিত্রবাহিনীর চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়।

ফ্রান্সের কম্পেইনের বনাঞ্চলে একটি রেলওয়ের বগিতে স্বাক্ষরিত হয় জার্মান-মিত্রবাহিনী অস্ত্রবিরতি চুক্তি।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক