ট্রাফালাগার যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ

ট্রাফালগার যুদ্ধ (১৮০৫ খ্রি.): 

স্পেনের ট্রাফালগার অন্তরীপে সংঘটিত এই যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স-স্পেনের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পায়। যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন নেলসন। কর্তব্যনিষ্ঠ নেলসন বিশ্বাস করতেন, "England expects that every man will do his  duty'। ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থলে একটি চত্বরের নামকরণ করা হয় 'ট্রাফালগার স্কয়ার' (Trafalgar Square)। ট্রাফালগার স্কয়ারের পাশেই রয়েছে প্রসিদ্ধ পলমল সড়ক ।

ওয়াটার'লু যুদ্ধ (১৮১৫ খ্রি)ঃ

তৃতীয় জর্জ হ্যানোভার (অধুনা জার্মানির উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি প্রাক্তন বাষ্ট্র) এর সিংহাসনে আরোহণ করেন। ১৮১৫ সালে বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে ব্রিটেনের নেতৃত্বাধীন মিত্রবাহিনীর সাথে নেপোলিয়নের যুদ্ধ হয়। মিত্রবাহিনীর নেতৃত্ব দেন ডিউক অব ওয়েলিংটন। নেপোলিয়ন এ যুদ্ধে পরাজিত হন।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক