নেপোলিয়ন বোনাপার্টের উথান

নেপোলিয়ন বোনাপার্টের উত্থান

  • নেপোলিয়ন বেনাপোর্টের শাসনামলে ফ্রান্স ইউরোপের গুরুত্বপূর্ণ। শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। ১৮০৪ সালে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাটরূপে অধিষ্ঠিত হন।

                                                   নেপোলিয়ন বোনাপার্টের

জন্মঃ ১৫ আগস্ট , ১৭৬৯ । কর্সিক দ্বীপ  , ফ্রান্স । 

মৃত্যুঃ ১৮২১ সালে, সেন্ট হেলেনা দ্বীপ (যুক্ত্ররাজ্য)

উপাধিঃ লিটল কর্পোরাল 

উক্তিঃ - Impossible is a word to be found only in the dictionary of foods. 

              (অসম্ভব শব্দটি আছে শুধু মূর্খের অভিধানে)

          - Give me Good Mother , I will give you good nation .

              (আমাকে ভাল মা দাও, তাহলে আমি তোমাদের ভাল জাতি দিব)

          - I am the Revolution .  

 

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক